আজকের শিরোনাম :

উলিপুরে নারী এনজিও কর্মিকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ২১:৫৬

কুড়িগ্রামের উলিপুরে নারীকে উত্ত্যক্ত করার অপরাধে এক বখাটের ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  ঘটনাটি ঘটেছে, বুধবার উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম নুরপুর এলাকায়।

জানা গেছে, পৌরসভার রামদাস ধনিরাম তেঁতুলতলা গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদ রানা (২৮) পাশের গ্রাম নুরপুর এলাকায় অবস্থিত আরডিআরএস বাংলাদেশ এ কর্মরত নারী কর্মীদের র্দীঘদিন থেকে অফিসে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে আসছিল।  ঘটনার দিন আজ বুধবার সকালে এক নারী কর্মীকে অফিসে যাওয়ার সময় একা পেয়ে আপত্তিকর ভাবে জড়িয়ে ধরে।  এ সময় ওই নারী কর্মীর আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং বখাটে মাসুদ রানাকে আটক করে থানা পুলিশে খবর দেয়।

পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাদের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বখাটেকে দন্ডবিধি ১৯৮৬ আইনের ৫০৯ ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, মাসুদ রানা এক বছর পূর্বে অপর এক নারীর সঙ্গে একই ঘটনা ঘটালে তাকে ওই সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছিল।   
থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সাজাপ্রাপ্ত ওই আসামীকে বুধবার বিকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের বলেন, মোবাইল কোর্টে দোষী সাবস্ত্য হওয়ায় তাকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ