আজকের শিরোনাম :

উলিপুর সরকারি কলেজের গাছ অবৈধভাবে কর্তনের প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ২১:২৫

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের গাছ অবৈধভাবে কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার সকালে কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মানিক, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ-কমিটির উপজেলা সভাপতি আপন আলমগীর, জেলা কমিটির সদস্য মাসুম করিম,বাবু দেব, শিক্ষার্থী আদর সরদার, আকাশ আহম্মেদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ২০১৬ সালে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বক্তরা আরো বলেন, অধ্যক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে গোপনে কলেজ চত্বরে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৩টি রেন্ট্রি কড়াই গাছ কেটে ফেলেন এবং কলেজের ছাত্রাবাস মাসিক ২ হাজার টাকায় জনৈক এক ব্যক্তিকে ভাড়া দেন। বক্তরা অবিলম্বে দূর্নীতিবাজ অধ্যক্ষের বদলীসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ