আজকের শিরোনাম :

সিরাজগঞ্জের মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীদের চরম দুর্ভোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৮:১০

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ বুধবার সকাল থেকে থেমে থেমে যানজট থাকলেও বিকেলে আড়াইটার পর থেকে এই যানজটের তীব্রতা বেড়ে যায়। নলকা মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর ও বগুড়া-নগরবাড়ী সড়কের ঘুরকা বেলতলা এলাকা পর্যন্ত প্রায় ২০ কি.মি জুড়ে এই যানজটের সৃষ্টি হয়। বেশকিছুদিন ধরে সওজ বিভাগের মহাসড়কের সংস্কার কাজ অব্যাহত রয়েছে।

এতে ওই মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়। তবে এ যানজট নতুন কিছু নয় প্রায় প্রতিদিনই মহাসড়কে দফায় দফায় যানজট লেগেই থাকে। তবে পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৪টা থেকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ