পোরশায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৬:২৫

নওগাঁর পোরশায় বাল্য বিয়ে হ্রাস করণের লক্ষ্যে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে এক গণতান্ত্রিক সংলাপ আজ বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ বিন রশিদ। 

সংলাপে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আখতার অপু, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী। 

এ সময় উপস্থিত ছিলেন পোরশা সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সংস্থাটির এসসিএসপিপিডাব্লিউআর প্রকল্প সমন্বয়কারী মদন দাস, মাঠ কর্মকর্তা ভানু রাণী, সংস্থার সিএসও এবং সিএসগণ। 

সংলাপে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক জোট গঠনের উপর গুরুত্বআরোপ করা হয়। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ