আজকের শিরোনাম :

পোরশায় দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৬:১১

নওগাঁর পোরশায় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা ১০টায় উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কারিতাস রাজশাহী অঞ্চলের সামর্থ্য প্রকল্পের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিনবন্ধুশীল। 

এর আগে ১ম দিনের প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন পতœীতলা ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান। ২য় দিনের প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগার হোসেন। ৩ দিনের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণে সহকারী প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র প্রগ্রাম অফিসার ফরিদুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব এমএফএম গোলাম সারোয়ার হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ। 

প্রশিক্ষণে গাঙ্গুরিয়া ইউপির ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৯৯ জন সদস্য অংশগ্রহণ করেন। 

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ