আজকের শিরোনাম :

বিরলে বিজিবির জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৫:২৬

দিনাজপুরের বিরলে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুর ৪২ বিজিবি বি-কোম্পানী, ডুংডুংগী বিওপির আয়োজন করে।

র‌্যালীটি রানীপুকুর ইউনিয়নের বহবলদিঘী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, ৪২ বিজিবির বি-কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল আলীম, হাবিলদার জয়নাল আবেদীন, বহবলদিঘী উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকাশ চন্ত্র সরকার, প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দেবশর্মা, ইউপি সদস্য রাজা দশরথ চন্ত্র রায়, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।  

এবিএন/সুবল রায়/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ