কাপাসিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ঘুম নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ১৮:৫৬

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের চোখে ঘুম নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন।

বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকের মাধ্যমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। প্রতীক সম্বলিত লিফলেট, হ্যানবিল ও পোস্টার বিতরণের মাধ্যমে ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। কাপাসিয়া উপজেলা দু’ভাগে ভিভক্ত। শীতলক্ষা উত্তরপাড়ে ৮ইউনিয়ন এবং দক্ষিণপাড়ে ৩ ইউনিয়ন।

উত্তরপাড়ের ৮ ইউনিয়নে ভাইস চেয়ারম্যান ১ জন প্রার্থী রয়েছে। কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও কৃষকলীগ নেতা হাফিজুল হক চৌধুরী আইয়ুব (টিয়া পাখি) মার্কায় ৮ ইউনিয়নে একক প্রার্তী হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাছাড়া প্রতিদিন ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন। অপর দিকে শীতলক্ষা নদীর দক্ষিণপাড়ের কাপাসিয়া সদর ইউনিয়ন থেকে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক (তালা) মার্কা নিয়ে দলীয় সমর্থন দাবি করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু (টিউবওয়েল) মার্কা নিয়ে ধীর গতিতে প্রচারণায় রয়েছে। উপজেলা আ.লীগের সদস্য অপর প্রার্থী আব্দুল মজিদ দর্জী (উড়োজাহাজ) মার্কায় নিয়ে আঞ্চলিকতায় প্রধান্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম (প্রজাপতি) মার্কা নিয়ে এবং উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী রওশনআরা সরকার (কলস) মার্কা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন, নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন, মোট ভোট কেন্দ্র ১১৯টি, ভোট কক্ষের সংথ্যা ৬৩৮টি। প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারি প্রিজাইডিং ৭৯৫ জন, পুলিং অফিসার ১৩৪০জন।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ