আজকের শিরোনাম :

ধর্মপাশায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৬:৩৪

গত ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন ঘোড়া প্রতীকে ৩৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আ.লীগের শামীম আহমদ মুরাদ পেয়েছেন ২৯ হাজার ৩৭২ ভোট ।
 
ভাইস চেয়ারম্যান পদে বিল¬াল হোসেন নূরী টিউবওয়েল প্রতীকে ২১ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল হাই তালুকদার মাইক প্রতীকে ১৮ হাজার ২২৯ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ইয়াসমিন আক্তার ফুটবল প্রতীকে ৩৮ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শান্তা চৌধুরী কলস প্রতীকে ২৮হাজার ৪২৫ ভোট পেয়েছেন। ঘোষিত ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হোসেন রোকন।

তার বিজয়ের খবর শোনে নিজ পাইকুরাটিস্থ বাসভবনে কর্মী সমর্থকদের ভিড় বেড়েছে। তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মোজাম্মেল হোসেন রোকনকে। 

মোজাম্মেল হোসেন রোকন বলেন, এই বিজয় শেখ হাসিনার বিজয়, এ বিজয় জনতার বিজয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এবিএন/মোঃ ইমাম হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ