আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৩:২১ | আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৩:২২

‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার সহযোগিতায় গতকাল রোববার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিট ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস রহমান, কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফিন, সহকারী উপজেলা প্রকৌশলী শারিদ শাহনেওয়াজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, দুপচাঁচিয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যাংকার আজিজুল হক, শিক্ষক সুদেব কুন্ডু, নূরে আলম ছিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুপচাঁচিয়া ইউনিট কমান্ডার রবিউল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী  ও এলাকাবাসী। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/গালিব/জসিম    

এই বিভাগের আরো সংবাদ