আজকের শিরোনাম :

কয়রায় জাতীয় দুর্যোগ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ১৩:০৪

দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হ্রাস করনে জীবন ও সম্পদের ঝুঁকি এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহায়তায় গতকাল ১০ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে বর্নাঢ্য র‌্যালী বের হয়। 

র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। 

বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. শেখ আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. কেরামত আলী, নবযাত্রার উপজেলা ফিল্ড অফিস ম্যানেজার আলবার্ট প্রসাদ বসু, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, নবযাত্রার ওয়াশ অফিসর মোঃ ইব্রাহিম হোসেন, অর্গানাইজার রেখা রাণী প্রমূখ। 

বক্তারা দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। 

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, দুর্যোগ কমিটির সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এবিএন/শহীদুল্লাহ শাহীন/গালিব/জসিম  
 

এই বিভাগের আরো সংবাদ