শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৭:৩৩

'দুর্যোগ মোকাবিলায় প্রস্তুুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ রবিবার সকালে র‌্যালী, আলোচনা সভা, অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মাঠে অগ্নি-নির্বাপক মহড়া প্রদর্শন করে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ম্যানরা।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। 

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসেরর স্টেশন অফিসার মো. আজিজুল হক, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান  প্রমূখ। 

এবিএন/আতাউর রহমান কাজল/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ