আজকের শিরোনাম :

শিবপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৬:৪৭

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

১০ মার্চ রবিবার শিবপুর মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করেন।

এতে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: আবু হানিফ, সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান এমারত, সাংগঠনিক সম্পাদক মো: মাছুম রিকাবদার, সহ-সভাপতি মো: সাব্বির আহম্মেদ শাহীন, মো: মাহাবুবুল হক মনির, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক আ: হালিম প্রমূখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অডিও ভয়েজ কলে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ সাল থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানান। 

এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
 
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/গালিব/জসিম
 
 

 
  
 

এই বিভাগের আরো সংবাদ