কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১৬:০৯

কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থী প্রতীক পেয়েছে। গত ০৮ মার্চ দুপুরে রির্টানিং অফিসারের কার্য়ালয় থেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরি জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থীর প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।


উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী এ্যাড. মো: আমানত হোসেন খান (নৌকা), জাতীয় পার্টির মো. এনামুল কবির (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো: আনিছুর রহমান আরিফ (আনারস), স্বতন্ত্র মো. রুহুল আমীন (মোটর সাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ (তালা), হাফিজুল হক চৌধরী আইয়ুব (টিয়া পাখি), মাহবুবুল আলম বাবলু (টিউবওয়েল), আব্দুল মজিদ দর্জি (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওশন আরা সরকার (কলস) এবং মাহমুদা খানম (প্রজাপতি)।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪, পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৮৮৫ জন, নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন, মোট ভোট কেন্দ্র ১১৯টি, ভোট কক্ষের সংথ্যা ৬৩৮টি। প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারি প্রিজাইডিং ৭৯৫ জন, পুলিং অফিসার ১৩৪০জন ।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ