আজকের শিরোনাম :

ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ১৪:৩৮

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ চত্বরে দুদিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

মেলা উদ্বোধন শেষে জসিম উদ্দিন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রোখসানা রহমান, এলজিইডির নির্ভাহী পরিচালক মো. নুর হোসেন ভূঞাঁ, এ্যাড. শিপ্রা গোস্মামী, আসমা আক্তার মুক্তা, চঞ্চালা মন্ডল প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশান মানুষ অংশ নেয়।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ