আজকের শিরোনাম :

শরনখোলায় আরকেডিএস বালিকা বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ২০:২৭

বাগেরহাটের শরনখোলায় রায়েন্দা আর কেডিএস বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ পদ্ধতির উদ্বোধন করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডেইলি নিউ নেশন পত্রিকার শরনখোলা প্রতিনিধি আসাদুজ্জামান মিলন, প্রধান শিক্ষক সেলিম হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রাকিব, সাংবাদিক নজরুল ইসলাম আকন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা তাদের হাতের ছাপ দিয়ে ডিজিটাল হাজিরা নিশ্চিত করে।

এর আগে তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজে এ পদ্ধতির হাজিরা চালু করা হয়।  পর্যায় ক্রমে সব প্রতিষ্ঠানে এ বায়োমেট্রিক সিস্টেমের এ হাজিরা চালু করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস জানান।  এলজি এসপি প্রকল্পের আওতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ এটি বাস্তবায়ন করছেন।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ