আজকের শিরোনাম :

কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ১৪:৪৭

রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে বঙ্গবন্ধু ও যারা স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে জীবনকে উৎসর্গ করেছেন তাঁদের স্মরণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. নাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার বিল আফরোজ, কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফাক বুলবুল পেস্তা, ছাত্রলীগের সহসভাপতি জামিল হোসেন প্রমূখ। 

আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধে যারা জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

অপরদিকে, সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও পুষ্পস্ববক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। 

পরে দলীয় কার্যালয়ে কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে।

এবিএন/মো: মিজানুর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ