আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ১৩:৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাস পুকুর ট্রেন্ডারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন কালে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাজের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ গোবিন্দগঞ্জ থানা মোড় ঢাকা-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন করেছে। 

মানববন্ধনে রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মহন্ত, জাহিদুল ইসলাম টুকু, গোবিন্দগঞ্জ এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খাঁন, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সম্পাদক জিল্লুর রহমান, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, জেএসডি সাধারণ সম্পাদক আজগর আলী আরজ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, সাংবাদিক মুনজুর হাবিব মনজু, সমকাল প্রতিনিধি এনামুল হক, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, বিষ্ণ নন্দি, মানিক শাহা, হাবিবুর রহমান আকন্দ, তাহেদুল ইসলাম, গবি খবরের সম্পাদক মোস্তফা কামাল সুমন, আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক, কালামানিক দেব, তারাজুল ইসলাম, নুর আলম আকন্দ, ফারুক হোসেন ছন্দ, অজয় চাকী, বিকম শিখা ও সুইটি আক্তার, রেজাউন রিকন, প্রমূখ।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ