আজকের শিরোনাম :

মেঘনা পাড়ি দিয়ে চরফ্যাশনে মায়াবী হরিণ!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ০০:৫৮

ভোলার চরফ্যাশন উপজেলায় একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে আছলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খাল পাড়ে একটি হরিণ দেখতে পেয়ে গ্রামের লোকজন ধাওয়া দিলে সেটি পাশের খালে ঝাঁপ দেয়। পরে খাল থেকে হরিণটি উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক জানান, হরিণটি সন্ধ্যায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরফ্যাশন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ধারণা করা হচ্ছে মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি খালে এসে পড়ে। হরিণটি সুস্থ্য রয়েছে, রাতেই সেটিকে চর মানিকার ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ