আজকের শিরোনাম :

পাইকগাছায় সীমানা পিলারসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১২:৩০ | আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১২:৩২

খুলনার পাইকগাছায় র‌্যাব অভিযান চালিয়ে কথিত সীমানা পিলার বিক্রির প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেছে। 

মামলা সূত্রে জানা গেছে, র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালত গ্রামে অভিযান চালিয়ে মালত সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে মালত গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সেলিম হায়দার (৫০), শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে মোঃ হাবিবুর গাজী (৪০) ও মালত গ্রামের শের আলীর ছেলে শামীম গাজী (৩৪) কে আটক করে। 

এ সময় তাদের কাছে থাকা কথিত সীমানা পিলার (ম্যাগনেট পিলার) যার গায়ে ইংরেজীতে খোদাই করা EAST INDIA 1818 COM লেখা পিলারটিও জব্দ করে। 

র‌্যাব -৬ এর ডিএডি (জেসিও) বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলা নং -১৮, তারিখ-০৫.০৩.১৯।  

পাইকগাছা থানার (ওসি) মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত প্রতারণা করে বিভিন্ন লোকজনদের ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। 

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে সীমানা পিলারসহ আটক করেছে। আটককৃতদের ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে (ওসি) জানিয়েছেন। 

এবিএন/তৃপ্তি সেন/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ