গোদাগাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ১২:১৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চ মাস ব্যাপী যে সকল অনুষ্ঠান উদযাপন করা হবে ঐতিহাসিক ৭ মার্চ, ৮ মার্চ নারী দিবস, ১৫ মার্চ বিশ্ব ভোক্তা দিবস, ১৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক, সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফুর রহমান, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হাসমত আলী, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, উপজেলা পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাশিদুল ইসলাম প্রমূখ। 

এ সময় জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এবিএন/শামসুজ্জোহা বাবু/গালিব/জসিম 

এই বিভাগের আরো সংবাদ