আজকের শিরোনাম :

কালীগঞ্জে চালক ও হেলপারদের প্রশিক্ষণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ২০:১৯

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবহন মালিক, চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ মটর মালিক সমিতির কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ।

অনুষ্ঠানে কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুধীবৃন্দসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ২ শতাধিক চালক ও হেলপার অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, সড়কে গাড়ী চালাতে হলে আগে মনকে ঠিক করতে হবে। অন্য মনস্ক হয়ে গাড়ি চালালে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া নিয়মিত লুকিং গ্লাস দেখা, যেখানে সেখানে ওভারটেকিং না করা, নিয়ন্ত্রণের মধ্যে রেখে গাড়ী চালানোসহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরেন।


এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ