আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০১৯, ১৯:৩৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গেছে, চলতি বছর আবহাওয়া অনূকূলে থাকায় ও সময়মত বীজ, সারসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ হওয়ায় ভূট্টার আবাদ বৃদ্ধি পেয়েছে। এতে করে গাছগুলো লিকলিকে ও সতেজ হয়ে উঠছে। অন্যান্য ফসলের চেয়ে ভূট্টার বাজার মূল্য তুলনামূলক বেশি হওয়ায় চাষীরা এ আবাদে ঝুঁকে পড়েছে।

বিগত বছরের তুলনায় এবার চরাঞ্চলসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে অধিক জমিতে ভূট্টার চাষাবাদ করেছেন। ভূট্টার বাম্পার ফলন দেখা দেয়ায় চাষীরা খুশিতে উৎফলিত। কাপাশিয়া চরাঞ্চলের ভূট্টা চাষী ফজলার রহমান, দুলা মিয়া, জালাল হোসেনসহ অনেকে জানান চরাঞ্চলের অন্যতম প্রধান ফসল ভূট্টা।

এ বছর ক্ষেতে যেভাবে ভূট্টা গাছগুলো বেড়ে উঠেছে তাতে আশাতিত ফলনের আশা করছি। দাম ভাল পেলে লাভের মুখ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান, আবহাওয়া অনূকূলে থাকলে এ বছর ভূট্টার ফলন রেকর্ড ছাড়িয়ে যাবে। এ বছর এ উপজেলায় ৩ হাজার ২শ হেক্টর জমিতে ভূট্টার চাষাবাদ করা হয়েছে।

এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ