আজকের শিরোনাম :

উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ১৮:২৯

“তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে বিবর্তনের অংকুর” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে মহান ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী বইমেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে কাঁচারী মাঠে ২৪তম বইমেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সদস্য ঋত্তিক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি.এম.এ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষক মোঃ শাহীনুর আলমগীর, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক কর কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।  শেষে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের পরিবেশনায় আমরা করবো জয় অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/আব্দুল মালেক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ