পটিয়ায় ইনসাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ২০:২৭

পটিয়া (চট্টগ্রাম), ৩০ মে, এবিনিউজ : ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা পৌরসভার যৌথ উদ্যোগে আজ বুধবার নতুন থানা হাট সংলগ্ন দলীয় কার্যালয়ে মাহের রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল দক্ষিণ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মজিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মুহাম্মদ ইসহাক।

বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান, পটিয়া উপজেলা সভাপতি মো. ফরিদ, সাধারণ সম্পাদক মো. ইসহাক, শ্রমিক নেতা মো. শাহ আলম, নুর মোহাম্মদ মাঝি প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাহের রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ উপহার স্বরূপ।

মাহের রমজানের সবচেয়ে বড় শিক্ষা হল তাকওয়া অর্জন বা খোদভীতির শিক্ষা।  আল্লাহ পাক এরশাদ করেছেন, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন করে তোমাদের পূর্বর্তীদের ফরজ করা হয়েছিল। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ