আজকের শিরোনাম :

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোটার দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০১৯, ১৬:১৯

পটুয়াখালীর গলাচিপায় আজ (০১ লা মাচর্) জাতীয় ভোটার দিবস-২০১৯ ইং যথাযোগ্য মর্যাদায় ্র্যালি ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯ টায় গলাচিপা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মুখ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এক বর্নাঢ্য ্র্যালী পৌর সভার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নির্বাচন কমিশন চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে  এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম।

১ লা মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তাদের উপর জাতির উন্নয়নের সৎ যোগ্য উত্তরসূরী কর্ণধার নির্বাচিত করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

আপনারা হলেন জাতির ভবিষৎ কর্ণধার। এ সময় আরও উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস, এস এম শাহিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহ  বিভিন্ন সরকারী- বেসরকারী কর্মকর্তা, কলেজ, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র- ছাত্রী বৃন্দ এবং বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ।


এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ