আজকের শিরোনাম :

চান্দিনায় উচ্চ ফলনশীল জাত বিনাসরিষা-৪ এর সম্প্রসারনে লক্ষ্যে মাঠ দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

কুমিল্লার হোমনা ও চান্দিনায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনাসরিষা-৪ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে হোমনার ভঙ্গারচরে ও বিকেলে চান্দিনার পিহরে হাওড়, চর, দক্ষিনাঞ্চল ও বরেন্দ্র এলাকার উপযোগি ফসলের জাত ও ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন এবং অভিযোজন কর্মসূচীর আওতায় মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরামানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক কৃষিবিদ ড. হোসনেয়ারা বেগম।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পরামানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আবদুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, বাংলাদেশ পরামানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. রেজা মোহাম্মদ ইমন, বিনা উপকেন্দ্র কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকতা কৃষিবিদ মোসা. সিফারে রাব্বানা খানম, বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রাকিব,  বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী তাহমিনা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানের আগে কৃষি কর্মকর্তারা কৃষকদের মাঠে নিয়ে বিনাসরিষা- ৪ এর চাষ দেখানো হয়। পরে ফলন ও  উৎপাদন বিষয়ে কৃষকদের মাঝে ধারনা দেয়া হয়। মাঠ দিবসরে অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষানী অংশ নেয়।   


এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ