আজকের শিরোনাম :

সীতাকুন্ডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৮

সীতাকুন্ড পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে। জানা যায়, গতকাল রবিবার রাত ১০টায় ওসি(তদন্ত) মো. আফজাল হোসেন ও ওসি (অপারেশন) মো. জাব্বারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসারসহ ফোর্স নিয়ে বাড়বকুন্ড মুসা কলোনীর রাস্তার উপর তৌহিদের বাড়ীর সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে।

আটককৃত ডাকাতরা হলো-শাহ্ আলমের পুত্র মো. ইলিয়াছ  সমুন (৩২), মোঃ আলীর পুত্র মোঃ নাঈম উদ্দিন (২০), মৃত নুরুল ইসলামের পুত্র মহরম আলী (৩২)। তাদের সকলের বাড়ী বাড়বকুন্ড ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পুলিশ ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২টি কার্তুজ, ১টি কিরিচ ও ১টি পাইপগান উদ্ধার করে।

 উল্লেখ্য যে, সারারাত ডাকাত ধরার অভিযানটি পরিচালনা করেন সীতাকুন্ড সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী শাহা ও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন। ঐ রাতেই আরো অভিযান পরিচালনার সময় ১০ লিটার মদসহ ১ জন স¤প্রতি শিক্ষক হত্যা মামলার ৩ আসামী ও আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে ৫ জন আসামীকে আটক করে। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে কোন মূল্যে এলাকাকে ডাকাত বা ডাকাতি মুক্ত করবো।


এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ