কুমিল্লায় রাসুল (সা:) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

কুমিল্লা জেলার মুরাদনগরে রাসুল (সা.) ও হযরত ফাতেমা (রা.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মুরাদনগর থানা পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ফেসবুকে কটুক্তির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুসলমানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গ্রেফতারকৃত যুবক খন্দকার শরীফুল ইসলাম চয়ন(৩৯) উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকার খন্দকার আমিরুল ইসলামের ছেলে।

গতকাল তার বিরুদ্ধে মুরাদনগর থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। পুলিশ ও স্থানিয় সুত্র জানায় গ্রেফতারকৃত যুবক চয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি হতে গতকাল ২৪ ফেব্রুয়ারি রবিবার বিকেলে রাসুল(সা.) ও তার কন্যা হযরত ফাতেমা(রা.) সম্পর্কে অশ্রাব্য ভাষায় কটুক্তি করে একটি পোষ্ট দেয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাতে মুরাদনগর থানার এস আই গোফরানের নেতেৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মঞ্জুরুল আলম জানান ডিজিটাল নিরাপত্তা আইনে চয়নের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে কুমিল্লা কোর্টে চালান করা হয়েছে।


এবিএন/শাকিল মোল্লা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ