আজকের শিরোনাম :

উপজেলা নির্বাচনে

কাপাসিয়ায় নৌকার টিকেট পেলেন এ্যাড. আমানত হোসেন খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৫

বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলা শাখার সহ সভাপতি এড. মো. আমানত হোসেন খান আওয়ামী লীগ মনোনীত হয়ে নৌকার টিকেট পেয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের মনোনয়ন সংগ্রহ করেন।

এড. আমানত হোসেন খান নৌকা টিকেট পাওয়ায় ইতি মধ্যে কাপাসিয়া সদরসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতারা এড. মো. আমনত হোসেনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারি রির্টানিং অফিসার মোসা. ইসমত আরা’র নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান, আজগর রশিদ, আল আমিন চেয়ারম্যান, অধ্যক্ষ সানাউল্লাহ, রওশন আরা সরকার, আবু হানিফ, নাজমূল ইসলাম মতিন, তায়েব খান কিশোর প্রমুখ।

এছাড়াও চেয়ারম্যান পদে এনামুল কবির (জাতীয় পার্টি), মো. মোশারফ হেসেন (জাকের পার্টি), আসমা সুলতানা (ইসলামী ঐক্যজোট), স্বতন্ত্র থেকে আব্দুর রশিদ সরকার, মাহবুব উদ্দিন সেলিম, মো. রুহুল আমীন।

 ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ.লীগের সদস্য আব্দুল মজিদ দর্জী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধরী আইয়ুব, ভিপি মাহবুবুল আলম বাবলু, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী রওশন আরা সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, কড়িহাতা ইউনিয়ন মহিলালীগের নেত্রী সাজেদা বেগম সহকারি রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর আনিসুর রহমান সুমন জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষনা করেছে ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, যাচাই বাছাই হবে  ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহর ৭ মার্চ, ২৪ মার্চ ভোটগ্রহন হবে ।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ