আজকের শিরোনাম :

কেশবপুরে অমর একুশে বই মেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০

কেশবপুরের পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটি আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার সন্ধ্যায় পাঁজিয়ায় অমর একুশে বই মেলা উদ্বোধন করা হয়েছে।

পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৪ দিন ব্যাপী অমর একুশে বই মেলা উদ্বোধন ঘোষণা করেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ হাসান সাদেক ও সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, তপন কুমার ঘোষ মন্টু, অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,  বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ, আওয়ামী লীগ নেতা এস এম বাবর আলী, আলতাফ হোসেন, গোলাম কিবরিয়া মনি, আব্দুল আহাদ আল বাহার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। 

উপস্থাপনায় ছিলেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও রিয়াজ লিটন। 

অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এবিএন/এস আর সাঈদ/গালিব/জসিম                                                                                                                   

এই বিভাগের আরো সংবাদ