আজকের শিরোনাম :

নন্দীগ্রামে শহীদ শামছুজ্জোহার শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ শামছুজ্জোহার ২৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।  ছাত্রলীগ নেতা তুহিন আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, শহীদ শামছুজ্জোহার বড় ভাই সাবেক উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গির আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদি, খাররুল ইসলাম সাহেদ, আবু তৌহিদ রাজিব প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৩ ফেব্রুয়ারী দুপুরে নন্দীগ্রাম উপজেলা রোডের সাবরেজিষ্ট্রি অফিস এলাকায় জামায়াত শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শামছুজ্জোহা নিহত হয়।  তিনি নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ শফিউল আলম বুলুর ছেলে ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র ছোট ভাই।
 
এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ