খোকসায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খোকসা উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন করেছেন। খোকসা রিপোর্টার্স ক্লাব ও মানবাধিকার সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ মিলন খানের নেতৃত্বে আজ শনিবার বিকেল পাঁচটায় খোকসা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে আইসিটি আইনে মিথ্যা মামলা করায় তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দৌলতপুরের সাংবাদিকরা। এ ছাড়া প্রধান শিক্ষক খলিলুর রহমান কর্তৃক সামাজিক যোগাযোগের মাধ্যমে সাংবাদিক সম্পর্কে কটুক্তি করার তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- দৈনিক কুষ্টিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবির, দৈনিক মুক্তমত পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি শেখ মোঃ আকরাম হোসেন, বার্তা টিভির বিশেষ প্রতিনিধি মোঃ বদরুল আলম বাদশা খান, খোকসা প্রেসক্লাব ইউনিটের সভাপতি ও জাতীয় স্বাধীন সংবাদ পত্রিকার খোকসা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম রানা, দৈনিক সময়ের কাগজ খোকসা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার খোকসা প্রতিনিধি শেখ মোঃ সাইদুল ইসলাম প্রবিন, দৈনিক পথযাত্রা পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দি টিচার পত্রিকার খোকসা প্রতিনিধি মনোজিৎ মন্ডল, দৈনিক দেশের বাণী পত্রিকার প্রতিনিধি মোঃ হাসানুর রহমান, এবিনিউজ২৪ডটকমের ভ্রাম্যমাণ প্রতিনিধি আলিফ উল হক, দৈনিক জয়যাত্রা খোকসা প্রতিনিধি মোঃ মারুফ খান, দি ইন্টারন্যাশনাল খোকসা প্রতিনিধি আব্দুল কাদের সম্রাট, দৈনিক আজকের আলো খোকসা প্রতিনিধি সাবুব আলম চঞ্চল, জাতীয় দৈনিক রূপবানী খোকসা প্রতিনিধি মোঃ রুহুল আমিন পিয়াশ, দৈনিক সূত্রপাত খোকসা প্রতিনিধি হাফিজুল ইসলাম বকুল চ্যানেল সেভেন এর খোকসা প্রতিনিধি মোঃ নুর আলম পাপ্পু, ন্যাশনাল ক্রাইম ওয়াচ নিউজ এর তথ্য সংগ্রহকারী মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

এবিএন/আলিফ উল হক/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ