আজকের শিরোনাম :

বড়াইগ্রামে ৬ দিনব্যাপি বইমেলার উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩ | আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১১

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বইমেলার উদ্বোধন ঘোষণা করছেন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুরে ৬ দিনব্যাপি একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সাবেক ভূমি মন্ত্রী ও ভাষাসৈনিক শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় সংগঠন একুশে গ্রন্থাগারের ২০তম আয়োজন এটি।

মুলাডুলি ইউপি চেয়ারম্যান ও বইমেলার সভাপতি সেলিম মালিথার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বড়াইগ্রামের ইউএনও আনোয়ার পারভেজ, ঈশ্বরদীর ইউএনও আহমদ হোসেন ভূঁইয়া, গোপালপুর ইউচি চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রধান শিক্ষক সামছুর রহমান শাহীন, আশরাফুল ইসলাম স্বপন প্রমূখ। মেলায় স্থানীয় এবং আমন্ত্রীত বিভিন্ন প্রকাশনীল ৪৮টি ষ্টল অংশ গ্রহণ করেছে। প্রতিদিন সন্ধার পরে একুশের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ