আজকের শিরোনাম :

সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তরুণ উদ্যোক্ত ও ব্যবসায়ী রাসেল আহমদের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ ছাড়াও মন্ত্রী এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্রেষ্ট সহ পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম,হাজী তহুর আলী, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রুখসানা বেগম প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ