আজকের শিরোনাম :

পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, আওয়ামী লীগ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা প্রেসক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমিতি, জেলা চিংড়ি হ্যাচারী পোনা ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভে মাল্যদান শেষে একুশে র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রভাতফেরী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মোঃ এমদাদুল হক, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাজী তোকারম হোসেন, শহীদ এমএ গফুরের ছেলে আনোয়ার জাহিদ রবিন, মেয়ে তামারা হক ছন্দা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত সরকার, মিলি জিয়াসমিন, আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, প্রেসক্লাব সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, প্রভাষক ময়নুল ইসলাম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, রবিউল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ডাঃ পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

এবিএন/তৃপ্তি সেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ