আজকের শিরোনাম :

কয়রায় ১৬ দলীয় ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০১

উপজেলার ৬নং কয়রা নবজাগ্রত সরোজ সংঘের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের মাঠে গত ২১ ফেব্রুয়ারি ১৬ দলীয় ডে-নাইট সীমিত ৮ ওভারের মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস।

 এ সময় আরও উপস্থিত ছিলেন,এস আই শামিনুর রহমান, এস আই ইকবাল হোসেন, এস আই মোহিদ হোসেন, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার, সরদার লুৎফর রহমান, রেজাউল করিম কারিম, নবজাগ্রত সরোজ সংঘের সভাপতি বনমালী কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সুকুমার সরকার,সমাজ সেবক সাইফুল আলম, সরোজ কুমার রায়, অশোক কুমার মন্ডল, প্রকাশ কুমার মন্ডল প্রমুখ। খেলায় কয়রার সাজেদা এন্টারপ্রাইজ কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ি দলকে ৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।


এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ