আজকের শিরোনাম :

নন্দীগ্রামে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

বগুড়ার নন্দীগ্রামে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  আজ বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছঃ শারমিন আখতার।

এরপর নন্দীগ্রাম থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, পৌরসভা, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ১মিনিট নিরবতা পালন শেষে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, জেলা আওয়ামী লেিগর সদস্য আনোয়ার হোসেন রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, মেয়র কামরুল হাসান জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
    
বৃহস্পতিবার সকালে প্রভাতফেরি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ