আজকের শিরোনাম :

দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

দেবহাটায় যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ও থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১টি মিনিটে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে দেবহাটা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামীলীগ, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জাতীয়পার্টি, সরকারি কেবিএ কলেজ, দেবহাটা কলেজ ও হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজ, সরকারি মডেল হাইস্কুলসহ বিভিন্ন সংগঠন মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ১ মিনিট নীরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রাজ্জাক রনি, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নির্মল কুমার মন্ডল, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সবুজ, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বকুল প্রমুখ।

এ দিকে, বৃহস্পতিবার সকালে ইউএনও মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে শোক র‌্যালি শেষে উপজেলা শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা শহিদ মিনার চত্তরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ।

উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর লতিফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, প্রকৌশলী মোমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।  এ ছাড়া ছাত্র-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
 
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ