আজকের শিরোনাম :

দৌলতপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
  
মঙ্গলবার একুশের সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে এ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার (ওসি) নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ। 

বক্তারা রক্তস্নাত একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহবান জানান। এ দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবিএন/জহুরুল হক/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ