আজকের শিরোনাম :

কালিহাতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬

টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের বিন¤্র শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বইমেলা, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। 

এরপর একে একে উপজেলা প্রশাসন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা ও সামিজক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ দিকে বৃহস্পতিবার ( ২১ শে ফেব্রুয়ারি ) এলেঙ্গা সরকারি শাসুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি দাশ পবিত্র, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার।
 
পরে সকল রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রভাত ফেরি এলেঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এবিএন/তারেক আহমেদ/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ