আজকের শিরোনাম :

দুর্গাপুরে ১৫দিন ধরে দৈনিক পত্রিকা না পেয়ে বিপাকে এজেন্টরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় পত্রিকার এজেন্ট ও আঞ্চলিক এজেন্টদের মাঝে জটিলতার কারনে প্রায় ১৫দিন ধরে দুর্গাপুর উপজেলায় কোন পত্রিকা আসছে।

এ নিয়ে দুর্গাপুর উপজেলার পত্রিকা এজেন্ট মনোয়ার হোসেন মানিক শনিবার বিকেলে সাংবাদিকদের জানান, আমরা ময়মনসিংহের আব্দুস সালাম বুক সেন্টারের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পত্রিকা ব্যবসা করে আসছি, বর্তমানে দুর্গাপুরের রাস্তা খারাপ থাকায় সঠিক সময়ে পত্রিকা সরবরাহ ও পত্রিকা কমিশন নিয়ে প্রায়ই জটিলতা দেখা দেয়ায় প্রায় ১৫দিন ধরে দুর্গাপুরে কাগজ আসছে না।

এ বিষয়ে আব্দুস সালাম বুক সেন্টারের কর্নধার আব্দুল আজিজ বলেন, রাস্তা খারাপ থাকায় সঠিক সময়ে পত্রিকা সরবরাহের একটু জটিলতা আছে, নানা কারনে স্থানীয় এজেন্টের সাথে বসতে পারিনি, দুর্গাপুর প্রেসক্লাবের সহায়তায় দু‘একদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবো।  এ দিকে দীর্ঘদিন দুর্গাপুরে পত্রিকা না আসায় শিক্ষার্থী, সাধারণ গ্রাহক ও সরকারী বে-সরকারী সকলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ