আজকের শিরোনাম :

লালমনিরহাটে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় আটক ৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৬

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ জন বাংলাদেশিকে আটক করেছে পানবড়ী ও দহগ্রাম ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা।

বিজিবি সূত্রে  জানা গেছে, আজ বুধবার দহগ্রাম আবুলের চর এলাকার নতুন গুচ্ছগ্রাম সীমান্ত পিলার ৬ নম্বরের পাশ দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- দহগ্রাম কাতিপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুল ইসলাম (২৫), ভেলু মিয়ার ছেলে আব্দুস সালাম (২৫), মকবুল হোসেনের ছেলে বাবর আলী (২৮), হারুন-উর-রশিদের ছেলে আহমেদ আলী (২৫), আব্দুল মজিদের ছেলে রহমান (২৮), শাহা আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ফজলুল হকের ছেলে মকছেদ (২৬)।

বর্ডারগাড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়ন পানবাড়ী কোম্পানী কমান্ডার সোহেল রানা জানান, ‘বুধবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় ৭ জনকে আটক করা হয়। পরে আটককৃতদেরকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’  

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘বিজিবির মামলায় আটককৃত আসামীদের লালমনিরহাট আদালতে  প্রেরণ করা হয়েছে।’


এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ