আজকের শিরোনাম :

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গণতন্ত্র চর্চায় ছাড় দেওয়ার মানসিকতা তৈরির লক্ষে গত ২০ ফেব্রয়ারি স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে শিক্ষার্থীরা নিজেই নির্বাচন কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। 

বুধবার ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটাররা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা ৫ম শ্রেণীর শিক্ষার্থী আফরিনা মৌ ও প্রিজাইডিং কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা এ নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করে ৭ জন নির্বাচিত হবে। 

এমনিভাবে রাউৎনগর, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা জুড়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। 

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোকছুদুর রহমান বলেন ছাত্রদের মধ্যে শৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা তৈরি করতে শ্রেণী ভিক্তিক ক্যাপ্টেন নির্বাচন করা হচ্ছে এর মধ্য থেকে গণতান্ত্রিক মানসিকতা তৈরি হবে। 

এবিএন/মোঃ মোবারক আলী/গালিব/জসিম


 

এই বিভাগের আরো সংবাদ