আজকের শিরোনাম :

ইটের নাম লিখতে জায়গা বেশী, ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

রাজবাড়ীতে ইট তৈরীতে বেশি জায়গা জুড়ে নাম ফলক ব্যবহারের দায়ে ২টি ইটভাটা এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
 
রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিএসটিআই এর নির্দিষ্ট পরিমাপের বেশি যায়গা জুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার এম এফ বি ব্রিকস কে ২০ হাজার টাকা ও এ এম এল ব্রিকস কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মৃগী বাজারে পূর্ণিমা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  অভিযান পরিচালনায় সহায়তা করে রাজবাড়ী জেলা পুলিশ।

অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
 
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ