আজকের শিরোনাম :

নওগাঁর পত্মীতলায় পার্চিং উৎসবের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২

পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন, কীটনাশকের ব্যবহার কমানো, ফসলের খরচ কমিয়ে উৎপাদন বাড়ানো এবং ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে নওগাঁর পত্মীতলায় গতকাল সোমবার পার্চিং উৎসবের উদ্বোধন করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২০হাজার ৮শ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ মাত্রা ধার্য্য করা হয়েছে। ইরি-বোরো ধান আবাদে কৃষককে সহায়তা করতে উপজেলার ১১টি ইউপিসহ ১টি পৌরসভায় ৩৪টি ব্লকে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এই পার্চিং উৎসব পালন করা হয়।

‘ক্ষেতের মাঝে পুতলে ঝিক, বসবে পাখি খাবে কীট’ এই শ্লোগানকে সামনে রেখে পত্মী তলায় উপজেলার ব্যাংডম গ্রামে ধানের ক্ষেতে পোকা-মাকড় দমনের উদ্দেশ্য সোমবার পার্চিং উৎসবের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

অত্র এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আতিয়া খাতুন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্মীতলা প্রেসক্লাবের সভাপতি নিসিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, কৃষক, কৃষনী প্রমূখ। সভায় বক্তাগন নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য ফসলের ক্ষেতে কীটনাশকের ব্যবহার রোধ করে প্রাকৃতিক ভাবে পাখি বসিয়ে ক্ষেতের ক্ষতিকারক পোকা নিধনের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।
 
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃষক, কৃষানিদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণে পাখি বসার জন্য খুঁটি স্থাপন করেন।  
 
এবিএন/ব্রেলভীর চৌধুরী/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ