আজকের শিরোনাম :

শরনখোলায় আলু ক্ষেতে বিষ প্রয়োগ : চাষীরা আতংকে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

বাগেরহাটের শরণখোলায় আগাছা নিধন বিষ প্রয়োগ করে প্রায় দু’ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা । এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতি গ্রস্থ কৃষক জাহাঙ্গীর হাওলাদার ।

ঘটনাটি ঘটেছে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর এলাকায় । এঘটনায় ওই এলাকার আলু চাষীদের মধ্যে আতংক বিরাজ করছে ।

কৃষক জাহাঙ্গীর বলেন, তিনি স্থানীয় আইপিএম কৃষক ক্লাবের সভাপতি দীর্ঘ ৩০ বছর যাবত আলু চাষ করে আসছেন ।

আলু চাষ করে বহুবার লাভ ক্ষতির সস্মুখীন হয়েছেন । গত বছর আলুর ভাইরাস ও দাম কম থাকার করনে প্রায় ৪ লাখ টাকার লোকসান হয়েছে । এ বছর লাভের আশা করলেও গতকাল সোমবার (১৮ ফেব্রয়ারী ) কতিপয় দুর্বৃত্ত তার এক বিঘা আলু ক্ষেতে আগাছা নিধন বিষ প্রয়োগ করে গাছ ও আলু নস্ট করে দেয় । অন্যদিকে কৃষক মো.আমির হোসেন হাওলাদার বলেন ,দুর্বৃত্তরা তার আলু ক্ষেতেও একই ভাবে বিষ ছিটিয়ে দেয় ।এখন তিনি তার ক্ষেত রক্ষার জন্য পানি স্প্রে করছেন ।

এঘটনায় একই গ্রামের মিলন হাওলাদার ,রাজ্জাক হাওলাদার ,সরোয়ার হোসেন ,আসাদুল হাওলাদার সহ প্রায় ৫০ জন কৃষক দুর্বৃত্তদের দ্বারা ক্ষতি গ্রস্থ হওয়ার আশংকা করছেন ।

 এব্যাপারে তারা প্রশাসনের কাছে অপরাধিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার বলেন , বিষয়টি আমার জানা নেই তবে ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক । এধরনের ঘটনায় আলু চাষিরা নিরুৎসাহীত হয়ে পড়বে ।


এবিএন/নজরুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ