আজকের শিরোনাম :

বেনাপোলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ক্রীড়া প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল"এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্তাজুর রহমানের সঞ্চালনায় ও যশোর জেলা স্কুল ফুটবল টুর্ণামেন্টের ম্যানেজার সালাহউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯  স্কুল ফুটবল প্রশিক্ষণ ২০ দিন ব্যাপী বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড ময়দানে সোমবার ১৮ই ফেব্রুয়ারি বিকাল ৩টা সময় অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নিবার্হী অফিসার পুলক কুমার ম-ল, বিশেষ অতিথি বেনাপোল পোর্ট থানার তদন্ত অফিসার সৈয়দ আলমগীর হোসেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী, বেনাপোল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মাদ হাসিনারা বেগম ডালিম। এই স্কুল প্রশিক্ষণ ফুটবলের আহ্বায়ক ছিলেন জেলার ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর ও মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল। 

খেলোয়ারদের বিভিন্ন কলাকৌশলে অনুষ্ঠানটি জাঁকজমক পূর্ণভাবে রাখিয়ে তোলে স্কুল ফুটবল প্রশিক্ষণের প্রধান কোচ ও সাবেক জাতীয় ফুটবলার সাব্বির আহমেদ পলাশ।

এবিএন/মোঃ আয়ুব হোসেন পক্ষী/গালিব/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ