আজকের শিরোনাম :

মনপুরায় সামাজিক সেবার সর্বোত্তম ব্যাবহার নিশ্চিতকরন বিষয়ক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮

ভোলার দ্বীপ উপজেলা মনপুরা  সামাজিক সেবা সমূহের সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মনপুরা  উপজেলার  হলরুমে  উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিসেফ এর সহযোগীতায়  এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সভার উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর বরিশাল বিভাগের  প্রধান এএইচ তৌফিক আহম্মেদ।

এসময়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার আ. জলিল,ইউনিসেফ এর প্লানিং এন্ড মনিটরিং অফিসার আল মুমিন,কোসট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মো. মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম ।
 
এই সময়  উপস্থিত ছিলেন- উত্তর সাকুচিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী,দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা.আব্দুল মান্নান ,হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম মেম্বার,সাংবাদিক ছালাহউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি,বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের আশাপাশে যেসব সম্পদ রয়েছে তা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। পরিকল্পিত ভাবে যদি এই সম্পদ কাজে লাগাতে পারি তাহলে সব ধরনের ঝুকিঁ কম হবে। মানুষের জীবন জীবিকা তখ স্বাভাবিক থাকবে।


 এবিএন/আদিল হোসেন তপু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ