আজকের শিরোনাম :

কাপাসিয়ায় আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষনা করেছে ২৬ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, যাচাই বাছাই হবে  ২৮ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহর ৭ মার্চ, ২৪ মার্চ ভোটগ্রহন হবে । এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার দিদারে আলম মুহাম্মাদ মাকসুদ চৌধরী।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, আমরা উপজেলা আওয়ামীলীগ চেয়ারম্যান পদে মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিমের নাম জেলা আওয়ামীলীগের কাছে পাঠিয়েছি।

গাজীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি জানান, আমরা জেলা আওয়ামীলীগ চেয়ারম্যান পদে উপজেলা আ’লীগের দেওয়া তালিকা কেন্দ্রিয় কমিটির কাছে প্রেরণ করেছি।

এ দিকে নির্বাচনকে সামনেরেখে আওয়ামী লীগের প্রার্থীরা মাঠ চষেবেড়াচ্ছেন। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে ভোট প্রার্থনা করছেন তারা। সকাল থেমেক রাত অবদী নির্বাচনী প্রচারনায় সময় কাঠাচ্ছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এগিয়ে আছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া কলেজের সাবেক ভিপি যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা আ’লীগের সহসভাপতি অ্যাড: আমানত হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান আরিফ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুর রশিদ সরকার।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আ’লীগের সদস্য আব্দুল মজিদ দর্জী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমান উল্ল্হা শেখ ইমু, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধরী আইয়ূব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী রওশন আরা সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ভোটের মাঠে রয়েছেন।

কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ ফেব্রুয়ারী তারিখে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসাদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
 

এবিএন/মুরসালিন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ