আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে ইউএনও’র বাঁধা উপেক্ষা করে কাঠের ব্রীজ নির্মাণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউএনও’র বাঁধা উপেক্ষা করে তিস্তার শাখা নদীর উপর স্বেচ্ছাশ্রমে কাঠের ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে শত শত এলাকাবাসীর উদ্যোগে নদীর পূর্ব পাড়ে কাঠের ব্রীজ নির্মাণের উদ্বোধনী এক আলোচনা সভা ইউপি’র সাবেক চেয়ারম্যান জহুরুল হক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা, বেলকা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি প্রমুখ।

 জেলা পরিষদের তিস্তা শাখা নদীর উপর কাঠের ব্রীজ নির্মাণ করা হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ব্রীজ নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন।

এতে শত শত এলাকাবাসী উত্তেজিত হয়ে জন সাধারনের চলাচলের সুবিধার্থে উপজেলা নির্বাহী অফিসারের বাঁধা উপেক্ষা করে কাঠের ব্রীজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান স্থানটি জেলা পরিষদের হওয়ায় তাদের পরামর্শ ক্রমে কাঠের ব্রীজ নির্মাণের ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।


এবিএন/মো. রেদওয়ান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ